সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মদন মোহন কলেজ শাখার উদ্যোগে মহান ভাষা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা ১৩ মার্চ মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মদন মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আসমা-উল-হুছনা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হুসনে আরা কামালী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াত আহমেদ, মদন মোহন কলেজ শাখার সদস্য পলাশ কান্ত দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এদেশের স্বাধীনতা সংগ্রামে যে কয়েকটি ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার মধ্যে ৫২’র ভাষা আন্দোলন অন্যতম। মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলন মানুষের চেতনায় রোপন করেছিল জাতীয় মুক্তির বীজ। এরপর ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন হয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। এই প্রত্যেকটা আন্দোলনের ধাপ পেরিয়ে মানুষ স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন সার্বভৌম শোষণহীন রাষ্ট্রের। স্বপ্ন দেখেছিল সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেক্যুলার শিক্ষার, নারী ও শিশুর নিরাপদ জীবনের, পর্যাপ্ত মজুরীসহ উন্নত জীবনমানের। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে ছাত্রদের ভুমিকা ছিল অগ্রগণ্য। বিজ্ঞপ্তি