নকলনবিশদের পারিশ্রমিক বাড়লো

3

 

কাজির বাজার ডেস্ক

সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশদের পারিশ্রমিক বাড়লো। এজন্য ‘নকলনবিশদের অনুলিপি কাজ বাবদ অর্থ আদায় ও পরিশোধকরণ বিধিমালা, ২০১৮’ সংশোধন করা হয়েছে। গত ৬ জুন বিধিমালা সংশোধনের গেজেট জারি হয়। এতে বলা হয়, ‘রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯০৮’- এ দেওয়া ক্ষমতাবলে নিবন্ধন মহাপরিদর্শক সরকারের অনুমোদনক্রমে, নকলনবিশদের অনুলিপি কাজ বাবদ অর্থ আদায় ও পরিশোধকরণ বিধিমালা, ২০১৮ এর নিম্নরূপ সংশোধন করলো। আগের বিধিমালা অনুযায়ী, দলিল নিবন্ধন ফি তালিকা সংক্রান্ত এসআরও এবং ২০২৪ সালের আইনের দফা ‘ছছ’ এবং দফা ‘ঢঢ’ অনুযায়ী আদায় করা অর্থ থেকে দলিলের অনুলিপি প্রস্তুত বাবদ নকলনবিশরা নিচের নিয়মে পারিশ্রমিক পেতেন।
ক্স বাংলায় প্রতি ৩০০ শব্দবিশিষ্ট এক পৃষ্ঠা বা এর অংশবিশেষের জন্য ২৪ টাকা।
ক্স ইংরেজি ভাষায় প্রতি ৩০০ শব্দবিশিষ্ট এক পৃষ্ঠা বা এর অংশবিশেষের জন্য ৩৬ টাকা।
বিধিমালা সংশোধন করে বাংলায় প্রতি ৩০০ শব্দবিশিষ্ট এক পৃষ্ঠা বা এর অংশবিশেষের জন্য ২৪ টাকা থেকে বাড়িয়ে ৩৬ টাকা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নিবন্ধন অধিদপ্তরের নিবন্ধন মহাপরিদর্শক উম্মে কুলসুম বলেন, নকলনবিশদের পারিশ্রমিক বাড়াতে বিধিমালা সংশোধন করা হয়েছে। আগে বাংলায় প্রতি ৩০০ শব্দবিশিষ্ট এক পৃষ্ঠা বা এর অংশবিশেষের জন্য নকলনবিশরা ২৪ টাকা পেতেন। এখন তা বাড়িয়ে ৩৬ টাকা করা হয়েছে। এখন বাংলা ও ইংরেজি দলিলের ক্ষেত্রে পারিশ্রমিক সমান হলো।