ওসমানীনগর সংবাদাদাতা
সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির বিভিন্ন পদে দ্বায়িত্ব পালনকারী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সৈয়দ এনামুল হক এনাম পীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এনামুল হক এনাম পীরের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ওসমানীনগর উপজেলা বিএনপির এনামুল হক পীর কে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিস্কারাদেশ প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তা প্রত্যাহার করা হলো।
প্রসঙ্গত: জাতীয়তা বাদী দল বিএনপির দলীয় সকল কর্মকান্ডে অংশগ্রহনের পাশাপাশি ওসমানীনগর উপজেলা বিএনপির দ্বায়িত্বে থেকে দলের ক্লান্তিলগ্নেও হাল ছাড়েননি সৈয়দ এনামুল হক এনাম পীর। স্থানীয় উপজেলা বিএনপির কমিটি গঠনের অনিয়ম নিয়ে প্রতিবাদ করায় ইলিয়াসপতিœ
তাহসিনা রুশদীর লুনাসহ উপজেলা বিএনপির স্বার্থান্বেষী মহলের কিছু প্রভাশালী নেতার রোশানলে পড়েন সৈয়দ এনামুল হক এনাম পীরসহ ওসমানীনরে তৃণমূল বিএনপির একাধিক নেতা কর্মীরা। এক পর্যায়ে সৈয়দ এনামুল হক এনাম পীরসহ একাধিক নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করা হয়। গত ১১ জুন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এনামুল হক এনাম পীরের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।