মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে চোরাচালানের মাধ্যমে আসা সিএনজি চালিত অটোরিকশা ভর্তি ৩২৫ কেজি ভারতীয় চা পাতাসহ মো. জসিম উদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) গুইবিল ক্যাম্প। শুক্রবার সকালে উপজেলার গাজীপুর ইউপির ছয়শ্রী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই যুবক উপজেলার গণকিরপাড় এলাকার মো. আব্দুল মালেকের পুত্র।। এ ঘটনায় বিজিবি গুইবিল ক্যাম্পের পক্ষ থেকে চুনারুঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ -ভারত সীমান্তের অভ্যন্তরে অভিযান পরিচালিত করে চোরাই পথে আসা ভারতীয় ৩২৫ কেজি চা পাতা, ব্যবহৃত একটি সিএনজিসহ জসিমকে গ্রেপ্তার করে বিজিবি। পরে গুইবিল বিজিবি মামলা দিয়ে থানায় সোপর্দ করে। এদিকে চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে।