কানাইঘাটে পাথরবাহী ট্রাক্টর আটক করে উৎকোচ দাবী, হামলায় গাড়ীর মালিক ও চালক আহত

34

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারির সাউদগ্রাম থেকে ট্রাক্টর গাড়ী দিয়ে পাথর বহন করে সুরইঘাট অভিমুখে যাবার সময় লোভাছড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন যাত্রী ছাউনীতে পাথরবাহী ট্রাক্টর থামিয়ে কিছু লোকজন কর্তৃক উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে যাত্রী ছাউনীর সামনে পাথরবাহী ১টি ট্রাক্টর আটক করে চালকের কাছে ৫০হাজার টাকা নগদ দাবী করে ট্রাক্টরটি ছিনতাই ও চালক হেলাল আহমদ (২০) এবং ট্রাক্টরটি মালিক স্থানীয় সাউদগ্রামের মৃত সামছুদ্দীনের পুত্র পাথর ব্যবসায়ী সোলেমান আহমদ (৩০) কে পিটিয়ে আহত করে উৎকোচকারীরা। এ ঘটনায় গাড়ীর মালিক ব্যবসায়ী সোলেমান বাদী হয়ে তার ট্রাক্টর চালকের কাছে নগদ ৫০ হাজার টাকা দাবী ও পাথরবাহী গাড়ী ছিনতাইয়ের ঘটনায় একই গ্রামের মৃত ছইদুর রহমানের পুত্র সুলতান আহমদ (২৬) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে কানাইঘাট থানায় গতকাল সোমবার অভিযোগ দায়ের করেছেন। হামলায় আহত সোলেমান ও হেলাল আহমদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ব্যবসায়ী সোলেমানের অভিযোগ সুলতান আহমদ তার কয়েকজন সহযোগীকে নিয়ে সুরইঘাটগামী পাথরবাহী যানবাহন থেকে বেআইনী ভাবে উৎকোচ আদায় করছে। তিনি তাদের দাবীকৃত নগদ ৫০ হাজার টাকা না দেওয়ায় তার ট্রাক্টর চালককে রাস্তায় আটক করে বেধড়ক মারধর করে আহত করে পাথরবাহী গাড়ীটি নিয়ে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে তাকে মারধর করে আহত করে সুলতান গংরা।