সিলেটের উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে আনোয়ারুজ্জামানকে নির্বাচিত করুন : মোঃ আবু জাহির এমপি

23

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। বিচ্ছিন্নভাবে সুন্দর উন্নয়ন হয়না, এজন্য প্রয়োজন সার্বিক সমন্বয়। বর্তমান সরকার ও জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আজ হবিগঞ্জে মেডিকেল কলেজ ও কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন করা হয়েছে। শেখ হাসিনার আমলে সিলেট বিভাগ ও সিলেট সিটি কর্পোরেশন হয়েছে। আমরা আব্দার করেছিলাম আপনারা বদর উদ্দিন আহমদ কামরানকে মেয়র বানিয়েছিলেন। কিন্তÍ আমরা ধরে রাখতে পারেনি। দীর্ঘদিন আওয়ামীলীগের মেয়র না থাকার কারণে সিলেট সিটির মানুষের কাংখিত উন্নয়ন হয়নি। দেশ চালাচ্ছে আওয়ামী লীগ সরকার, এই সরকারের মেয়রের হাতে যদি সিলেট সিটি কর্পোরেশন থাকতো, তাহলে দেশে যে বৈপ্লিবিক উন্নয়ন সাধিত হচ্ছে তারই প্রতিফলন ঘটতো সিলেটে। এজন্যে সিলেটের উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে সহযোগীতা করার আহবান জানান। হবিগঞ্জ সমিতি সিলেট’র উদ্যোগে হবিগঞ্জের জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সিলেটে বসবাসরত হবিগঞ্জ জেলার নাগরিকদের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হবিগঞ্জ সমিতি সিলেট’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মাদ শাহনেওয়াজ মিলাদ।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, আজমীরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মর্ত্তুজা হাসান, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, মাধবপুর উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী অসীম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, মদনমোহন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বদরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আব্দুল হান্নান, সমিতির উপদেষ্টা সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা, সমিতির সম্মানিত সদস্য ডা. নাজরা চৌধুরী।
গভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শওকত হোসেন রিপন, অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী, অধ্যাপক ডা. হাবিবুর উল্লাহ সেলিম, শহিদুল ইসলাম শামীম, মমশাদ গাজী, এ কে আজাদ শিপার, উপদেষ্টা অধ্যাপক ড. শাহাবুদ্দিন আহমদ, মাধবপুর উপজেলা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ডা. বীরেন্দ্র কুমার দেব, হোসেন আহমদ, হুমায়ুন কবির লিটন, অধ্যাপক একে এম মাহমুদুল আলম মারুফ, গোলাম কিবরিয়া, অধ্যক্ষ আবিদুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল আউয়াল বাবুল, এডভোকেট মুস্তাকিম আহমদ কায়সার, গোলাম হামিদ বাবুল, অধ্যাপক আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, সালেহ আহমদ চৌধুরী, মোঃ জামাল মিয়া, হবিগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি ডা. শেখ রেজাউল করিম, সমিতির সদস্য ও সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী প্রমুখ। -বিজ্ঞপ্তি