মহালয়া উদ্যাপন পরিষদ শ্রীহট্ট-১৪২৬ বাংলার কার্যকরী পরিষদের এক সাধারণ সভা ১৩ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডিজিএম প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে ও সহ-সভাপতি বিনয় ভূষণ তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।
পরিষদের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ^াস, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, সহ সভাপতি অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু, শিক্ষয়িত্রী শিলা চৌধুরী, রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দ, পৃষ্ঠপোষক সুরঞ্জন দাশ গুপ্ত ভানু, সহ সম্পাদক বিশ^বিদ্যালয় কর্মকর্তা অসিত কুমার সূত্রধর, সহ সাংগঠনিক সম্পাদক ভানু চন্দ্র পাল, সুষেণ দে, সহ সাংস্কৃতিক সম্পাদক মনজিৎ রানা, হিল্লোল শর্মা, মহিলা বিষয়ক সম্পাদিকা শিক্ষয়িত্রী শাশ^তী পাল সোমা, শিক্ষয়িত্রী জয়তী ঘোষ লোনা, রতœগর্ভা মায়ের সন্তান ব্যাংকার পূর্ণেন্দু বিকাশ দেব রায়, সমীর পাল, কার্যকরী সদস্য এন.জি.ও কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, চিত্রগ্রাহক বিজিত দেব, স্বাগত বর্ধন ইমন প্রমুখ। বিজ্ঞপ্তি