৫সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক

13

 

কাজির বাজার ডেস্ক

আজ বৃহষ্পতিবার নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে। পাঁচ সিটিসহ স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে এ বৈঠকটি বিকাল ২টা ৩০ মিনিটে ইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বলে ইসি সূত্রে জানানো হয়েছে। বৈঠকে নির্বাচনকালীন অতিরিক্ত সময় কাজের জন্য কর্মীদের সুবিধাদী ও আপ্যায়ন ভাতা নির্ধারন করতে চায় ইসি। বুধবার ইসি থেকে বৈঠকের আলোচ্য সূচিতে জানান হয়েছে, ১) পৌরসভা সাধারণ নির্বাচন, ২) ইউনিয়ন পরিষদ নির্বাচন, ৩) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য শূন্য পদে নির্বাচন, ৪) নির্বাচনকারীন অফিস সময়ের পরে এবং সাপ্তাহিক ও সরকারী ছুটির দিনে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য আপ্যায়ন বাবদ অর্থ প্রদানের নীতিমালা এবং ৫) বিবিধ। বিবিধ বিষয়ের মধ্যে পাঁচ সিটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে নানাবিধ কৌশল নিয়ে কমিশন বৈঠকে সকলের মতামত ও আলোচনা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।