বিজয়ের মাস ডিসেম্বর

5

জেড এম শামসুল :
বাঙালির বিজয়ের মাসের ৮ম দিন আজ। ১৯৭১ সালের এ দিনে যুদ্ধ চলছে চারিদিকে। এক এক করে মুক্ত হতে লাগলো মাতৃভূমি। দখলদার পাকিস্তানী বাহিনী পিছু হটতে শুরু করে। বাঙালির অগ্রযাত্রার এদিনে মুক্ত হয় মৌলভীবাজার, বরিশাল, ঝলকাঠি, চাঁদপুর, কুমিল্লা, পিরোজপুর, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকা। এদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুক্তিযোদ্ধারা মুখরিত করে তুলেছিল মুক্ত অঞ্চলের আকাশ বাতাস। এদিন আকাশ পথে বরিশাল ও পাটুয়াখালিতে হামলা চালায়। মৌলভীবাজারে পাকিস্তানী বাহিনীর ব্রিগেড হেড কোয়ার্টার’র শত শত হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও যৌথ বাহিনীর হামলায় নতজানু হয়ে পড়ে। এক পর্যায়ে পলায়ন করতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা। মুক্তিযোদ্ধা ও যৌথ বাহিনীর মরণপণ ৬ ও ৭ ডিসেম্বর যুদ্ধের প্রেক্ষিতে ৮ ডিসেম্বর সকালে বীর মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার শহরে প্রবেশ করে কোর্ট বিল্ডিংয়ের প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে ঘোষণা করা হয় মুক্তাঞ্চল।
এদিকে বড়লেখা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, শ্রীমঙ্গল, ছাতক সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ সরকারের অধীনে প্রশাসনিক কর্মকান্ড চালু হয়। ঘাতক হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে সিলেট শহরের দিকে এগুতে থাকে। সিলেট শহরে প্রবেশ করে গুপ্ত হত্যা চালায়।