স্পোর্টস ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পথে স্বাগতিক নিউজিল্যান্ড। ফলো অনে পড়ে ব্যাট করতে নেমে শনিবার ম্যাচের তৃতীয় দিন শেষে ১৮৫ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা। তাদের হাতে রয়েছে ৪ উইকেট।
হ্যামিলটনে গত বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন শেষে ৭৮ ওভারে ২ উইকেটে ২৪৩ রান করেছিল নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৯৭ রানে অপরাজিত ছিলেন। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের ১৫তম বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এদিন ডাবল সেঞ্চুরিও পূর্ণ করেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির স্বাদ পান তিনি। ৬২৪ মিনিট ক্রিজে থেকে ৪১২ বল মোকাবেলায় ৩৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে ২৫১ রান করেন উইলিয়ামসন।
শুক্রবার দিনের শেষ ভাগে ২৬ ওভার ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট ২০ ও জন ক্যাম্পবেল ২২ রানে অপরাজিত ছিলেন।
শনিবার ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ১৩৮ রানে। ফলো অনে পড়ে তারা আবার ব্যাট করতে নামে। তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ১৯৬ রান।
দলীয় ৮৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ব্লাকউড ও আলজারি যোসেফের ব্যাটিং দৃঢ়তায় লড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ব্যক্তিগত ৮০ রানে অপরাজিত থাকেন ব্লাকউড। ৫৯ রান করে অপরাজিত থাকেন যোসেফ।
সংক্ষিপ্ত স্কোর
তৃতীয় দিন শেষে ১৮৫ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৫১৯/৭ডি (১৪৫ ওভার)
(লাথাম ৮৬, ইয়ং ৫, উইলিয়ামসন ২৫১, টেইলর ৩৮, নিকোলস ৭, ব্লান্ডেল ১৪, মিচেল ৯, জেমিসন ৫১*, সাউদি ১১*; রোচ ৩/১১৪, গ্যাব্রিয়েল ৩/৮৯, হোল্ডার ০/৬০, যোসেফ ১/৯৯, চেজ ০/১০৯, ক্রেইগ ০/১৪)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৩৮ (৬৪ ওভার)
(ক্রেইগ ২১, ক্যাম্পবেল ২৬, ব্রুকস ১, ড্যারেন ব্রাভো ৯, চেজ ১১, ব্লাকউড ২৩, হোল্ডার ২৫*, যোসেফ ০, রোচ ২, গ্যাব্রিয়েল ১, ডাউরিচ (অ্যাবেসন্ট হার্ট); সাউদি ৪/৩৫, বোল্ট ১/৩০, জেমিসন ২/২৫, ওয়াগনার ২/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৯৬/৬* (৪২ ওভার)
(ক্রেইগ ১০, ক্যাম্পবেল ২, ড্যারেন ব্রাভো ১২, ব্রুকস ২, চেজ ৬, ব্লাকউড ৮০*, হোল্ডার ৮, যোসেফ ৫৯*; সাউদি ১/৪০, বোল্ট ১/৪৭, ওয়াগনার ২/৬২, জেমিসন ১/৩৩, মিচেল ১/৭)।