সিন্টু রঞ্জন চন্দ
সিলেট সিটি করপোরেশনে (সিসিক) মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ মিলে মোট ৪২টি ওয়ার্ডে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্বের ২৭টি ওয়ার্ডের সাথে সিসিকে নতুন করে যুক্ত হয়েছে আরো ১৫টি ওয়ার্ড। মোট ৪২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ জন ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের বাকি আর মাত্র ৪৭দিন। আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে এই ভোটগ্রহণ। ব্যালট বিহীন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিসিকের পূর্বের ২৭ ওয়ার্ডে ভোটার বেড়েছে ৪০ হাজার ৩৪৪ জন এবং নতুন ১৫টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ২৪২ জন ও নারী ৬১ হাজার ২৮৭ জন।
প্রথমবার ১৫টি ওয়ার্ডে নগর এলাকায় ভোট দেবেন ভোটাররা। নতুন ওয়ার্ডগুলোতে যেমন উৎসাহ বিরাজ করছে, বিপরীতে নতুন ভোটার নিয়ে প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজও রয়েছে। এসব এলাকায় রয়েছে বিশুদ্ধ পানির সংকট, স্যানিটেশন, ড্রেনেজ ব্যবস্থায় বিরাজ করছে বেহাল দশা। রয়েছে আধা-কাঁচা রাস্তাঘাট। এছাড়াও রয়েছে বহুমাত্রিক সমস্যা।
২০১৮ সালে সিটি নির্বাচনে সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ এবং নারী ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। কেন্দ্র ছিল ১৩৪টি, ভোট কক্ষ ছিল ৯২৬টি এবং অস্থায়ী কক্ষ ছিল ৩৪টি। এবার ৪২টি ওয়ার্ডে কেন্দ্র বেড়ে হয়েছে ১৮৫টি এবং ভোট কক্ষ ১ হাজার ৩৯০টি।
জানা গেছে, সিলেট পৌরসভা গঠিত হয় ১৮৭৮ সালে। সিটি করপোরেশনে উন্নীত হয় ২০০২ সালে। ২৬.৫০ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট সিলেট সিটি করপোরেশনে নির্বাচন হয়েছে চারটি। এর মধ্যে প্রথম দুইবার মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান। শেষ দুইবার মেয়র নির্বাচিত হন বিএনপির আরিফুল হক চৌধুরী। এবার সিসিকের পঞ্চম নির্বাচনে বদলে যাচ্ছে দৃশ্যপট। আয়তনের পরিমাণ বেড়ে হয়েছে ৭৯.৫০ বর্গকিলোমিটার। পাঁচ লক্ষাধিক জনসংখ্যার সিটি করপোরেশনের জনসংখ্যা এবার ছাড়িয়ে যাচ্ছে ১০ লাখ।
সিলেট সিটি কপোরেশনের নতুন করে যুক্ত হয়েছে যে ১৫ ওয়ার্ড তার মধ্যে ২৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সুরমার গাংগু, রিয়াছতপুর, মাজপাড়া, সুনামপুর, পশ্চিম বরইকান্দি, তেলিরাই, নিয়ামতপুর, রায়েরগাঁও, কাজীরখলা ও কামুশুনা গ্রাম। ইসি ভোটার তালিকার হালনাগাদ তথ্য অনুযায়ী এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬ হাজার ৯১০ জন।
২৯ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সুরমার পিরিজপুর, পর্বতপুর, বদিকোনা আংশিক, উম্মুর কবুল, লাউয়াই, মোহাম্মদপুর ও ধরাধরপুর গ্রাম। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭ হাজার ৪৩৭ জন।
৩০ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সুরমার জৈনপুর, চান্দাই, তেলীপাড়া, চান্দাই পশ্চিমপাড়া, টিয়রগাঁও, তালুকদারপাড়া, নজরপুর, বকশীপুর, গালিমপুর ও দাউপুর গ্রাম। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬ হাজার ৮৬৮ জন।
৩১ নম্বর ওয়ার্ডে সদর উপজেলার কুইটুক, নয়া বস্তি, মুরাদপুর, পেশনেওয়াজ (মুক্তরচক), পীরেরচক, মিরেরচক (আংশিক) গ্রাম। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫ হাজার ৪৪২ জন।
৩২ নম্বর ওয়ার্ডে সদর উপজেলার কল্যাণপুর (আংশিক), বেতার কেন্দ্র, ইসলামপুর (আংশিক), ইসলামপুর কলোনি, ইসলামপুর দক্ষিণ-ফাল্গুনী, মুসলিমনগর, মুগীরপাড়া, মুড়িলা, নূরপুর, নাথপাড়া, আটালু, পূর্ব ভাটপাড়া, পশ্চিম ভাট পাড়া, কান্দিহুতা, মীরাপাড়া, পূর্ব শাপলাভাগ, সোনাপুর, টুলটিকর আবাসিক এলাকা, পূর্ব কুশিঘাট, শাহপরাণ আবাসিক এলাকা, কৃষি খামার (আংশিক) এলাকা। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৫ জন।
৩৩ নম্বর ওয়ার্ডে সদর উপজেলার খাদিমপাড়া (আংশিক), কালাটিকর (আংশিক), মনিপুরীপাড়া বস্তি, বহর দাসপাড়া, ধনকান্দি, পাঁচগরি, লালখাটংগী, শাহপরাণ আবাসিক এলাকা, বহর নোয়াগাঁও, এটিআই, ভাওয়াল টিলা, ইসলামাবাদ ও কল্লগ্রাম। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১২ হাজার ৬ জন।
৩৪ নম্বর ওয়ার্ডে সদর উপজেলার খাদিমপাড়া (আংশিক), মীরমহল্লা, বহর কলোনি, বাহুবল আবাসিক এলাকা, উদ্দিন টিলা ও কালাটিকর (আংশিক) এলাকা। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬ হাজার ৭২৪ জন।
৩৫ নম্বর ওয়ার্ডে সদর উপজেলার জাহানপুর, সৈয়দপুর (আংশিক), মোহাম্মদপুর, চামেলীবাগ (গোয়ালগাঁও), শ্যামলী আবাসিক এলাকা, সিলেট টেক্সটাইল (আংশিক), ইসলামপুর পূর্ব, সরকারি কলেজ (আংশিক), প্রকৌশল কলেজ, দুগ্ধ খামার, সৈয়দপুর (আংশিক), জাহানপুর উত্তর (বুড়িবস্তি) ও আলুরতল এলাকা। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৮ হাজার ৬০১ জন।
৩৬ নম্বর ওয়ার্ডে সদর উপজেলার উত্তর বালুচর, আরামবাগ, দুর্গাবাড়ি, এমসি কলেজ আবাসিক এলাকা, টিভি গেট হাসপাতাল এলাকা, বন বিভাগ টিলা, ইকো পার্ক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও যুব উন্নয়ন অধিদপ্তর এলাকা। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১১ হাজার ৪৮৭ জন।
৩৭ নম্বর ওয়ার্ডে সদর উপজেলার টিলাগড়, ডলিয়া, বড়গুল, সুসক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আখালিয়া, নতুন বাজার আবাসিক এলাকা, যগীপাড়া, দামালী পাড়া, আখালিয়া ঘাট, কারীপাড়া, খলাপাড়া, চান্দিয়ালা, নোয়াপাড়া ও বিজিবি এলাকা। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭ হাজার ২৫৭ জন।
৩৮ নম্বর ওয়ার্ডে সদর উপজেলার নাজিরগাঁও, টিয়রবাড়ি, পীরপুর (আংশিক), খালিগাঁও, হায়দরপুর, চরুগাঁও, সাহেবের গাঁও, শেখপাড়া, ওয়াপদা ও কুমারগাঁও এলাকা। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০ হাজার ৩৩৬ জন।
৩৯ নম্বর ওয়ার্ডে সদর উপজেলার শাহাপুর, নোয়াগাঁও (আংশিক), নয়া খুরুমখলা, খুরুমখলা (আংশিক), পীরপুর (আংশিক), টুকেরগাঁও (আংশিক), নোয়াপাড়া, তালুকদারপাড়া, মইয়ারচর, নোয়াগাঁও (আংশিক), নোয়াগাঁও হিন্দুপাড়া, টুকের গাঁও (আংশিক) ও গৌরীপুর এলাকা। এ ওয়ার্ডে ভোটার ১৩ হাজার ১৬২ জন।
৪০ নং ওয়ার্ডে দক্ষিণ সুরমার কুচাই, পালপুর, দক্ষিণ কুশিঘাট, চিটা শ্রীরামপুর, রুগনপুর, সামাল হাসান, মজলিশপুর (আংশিক), গঙ্গানগর, মনিপুর (আংশিক), মজলিসপুর (আংশিক), মনিপুর (আংশিক), আলমপুর (আংশিক), ছিটা গোটাটিকর, গঙ্গা রামেরচক। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫ হাজার ০২ জন।
৪১ নং ওয়ার্ডে দক্ষিণ সুরমার পশ্চিমভাগ, সারপিং, পশ্চিমভাগ আবাসিক এলাকা। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪ হাজার ৪২৮ জন এবং ৪২ নং ওয়ার্ডে দক্ষিণ সুরমার সুলতানপুর, তৈয়ব কামাল (আংশিক), শেখ পাড়া (আংশিক), শ্রীরামপুর, শেখ পাড়া (আংশিক), তৈয়ব কামাল (আংশিক), শেখপাড়া (আংশিক)। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪ হাজার ৯৯৪ জন ভোটার রয়েছেন।
এছাড়া নির্বাচন কমিশনের (ইসি) ভোটার তালিকার হালনাগাদ তথ্য অনুযায়ী ২৭টি ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৯ হাজার ৯৭৬ জন, ২ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৩৬১ জন, ৩ নম্বর ওয়ার্ডে ১২ হাজার ৪৫৮ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৯ হাজার ৯৪০ জন, ৫ নম্বর ওয়ার্ডে ১৭ হাজার ৩৯৪ জন, ৬ নম্বর ওয়ার্ডে ১৩ হাজার ৮৫৯ জন, ৭ নম্বর ওয়ার্ডে ২০ হাজার ৯৩৯ জন, ৮ নম্বর ওয়ার্ডে ২১ হাজার ৭ জন, ৯ নম্বর ওয়ার্ডে ১৮ হাজার ৪১৬ জন, ১০ নম্বর ওয়ার্ডে ১৮ হাজার ৫৫১ জন, ১১ নম্বর ওয়ার্ডে ১৪ হাজার ৭৫৭ জন, ১২ নম্বর ওয়ার্ডে ১০ হাজার ৯৯০ জন, ১৩ নম্বর ওয়ার্ডে ১০ হাজার ২৯১ জন। ১৪ নম্বর ওয়ার্ডে ৯ হাজার ৮৭৯ জন।
১৫ নম্বর ওয়ার্ডে ১১ হাজার ৫৬১ জন, ১৬ নম্বর ওয়ার্ডে ১০ হাজার ৩৩৭ জন, ১৭ নম্বর ওয়ার্ডে ১৫ হাজার ১৬৫ জন, ১৮ নম্বর ওয়ার্ডে ১২ হাজার ৯০৪ জন, ১৯ নম্বর ওয়ার্ডে ১৩ হাজার ৫৪৯ জন, ২০ নম্বর ওয়ার্ডে ১২ হাজার ১৫১ জন, ২১ নম্বর ওয়ার্ডে ১৩ হাজার ৫৯০ জন, ২২ নম্বর ওয়ার্ডে ১২ হাজার ১৫ জন, ২৩ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৭৫৩ জন, ২৪ নম্বর ওয়ার্ডে ১৩ হাজার ৯০৭ জন, ২৫ নম্বর ওয়ার্ডে ১৪ হাজার ৩৪৫ জন, ২৬ নম্বর ওয়ার্ডে ১৫ হাজার ৫৪৮ জন, ২৭ নম্বর ওয়ার্ডে ১৩ হাজার ১০১ জন ভোটার রয়েছেন।