কমলগঞ্জের কুরমা বন বিটে হামহাম জলপ্রপাতের বাঁশ বাগানে আগুন

16

কমলগঞ্জ প্রতিনিধি

সিলেট বন বিভাগের আওতাধীন মৌলভীবাজার জেলার কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জের কুরমা বন বিটের সুনারায় বাঁশ বাগানের হামহাম জলপ্রপাতের সড়কের পার্শ্বে বাঁশ বনে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে কুরমা বন বিটের গহীন বনের হামহাম যাওয়ার রাস্তার পার্শ্বে আগুনের এ ঘটনা ঘটে। এতে বনের সরু সড়কের পাশের বাঁশ বাগান সহ প্রায় তিন একর এলাকার বিভিন্ন ধরনের গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে গেছে। হামহাম জলপ্রপাত ঘুরতে যাওয়া এক পর্যটক জানান, হামহাম যাওয়া-আসার পথে বনের প্রচুর জায়গা জুড়ে আগুন লেগেছে। আগুনের প্রচুর উত্তাপ ছিল। রাস্তা দিয়ে আসা যাচ্ছিল না। আগুন নেভানোর পর সন্ধ্যার পরে বন থেকে বেরিয়ে আসি। আগুনে অনেক গাছের গুড়া (মোথা) পুড়ে গেছে। কুরমা বন বিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, সোমবার বিকালে হামহাম জলপ্রপাতে যাওয়ার সড়কের বাঁশ বাগানে আগুন লাগে। খবর পেয়ে বন কর্মী ও স্থানীয় লোকদের সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বনের প্রায় দুই-আড়াই একর এলাকার লতাগুল্ম জাতীয় গাছ ঝলসে গেছে। এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি।
এই পথ দিয়ে যাওয়া বা আসার সময় কোনো পর্যটকের ছোড়ে ফেলা সিগারেটের আগুন থেকে বনে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে ওই বন কর্মকর্তার ধারণা। কমলগঞ্জ বন রেঞ্জ কর্মকর্তা তৈহিদুল ইসলাম বাঁশ বনে আগুন লাগার কথা স্বীকার করে বলেন, আগুনে বনের তেমন কোনো ক্ষতি হয়নি। কিছু পাতা ও লতাগুল্ম জাতীয় গাছ ঝলসে গেছে।