স্টাফ রিপোর্টার
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মুশাররফ হোসেন বলেছেন, সিলেটের প্রায় ১৭ হাজার হেক্টর অনাবাদী জমি চাষের আওতায় আনা সম্ভব হয়েছে। কোন জমি যাতে অনাবাদী না থাকে সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। গতকাল রবিবার সকালে ওসমানীনগরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর মজনু মিয়া, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আহমদ মুছা, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সদস্য মলয় চক্রবর্তী প্রমুখ।
মতবিনিময়কালে বক্তারা এলাকার নদী ও খাল ভরাট এবং দখল হয়ে যাওয়ায় কৃষির ক্ষতি, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের অভাবে জনদুর্ভোগ, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা বৃদ্ধির সুপারিশ, ড্রেনেজ সমস্যা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংসহ বিভিন্ন দিক তুলে ধরে বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে বুড়ি নদী দখল ও উদ্ধার নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিভাগীয় কমিশনার তাৎক্ষনিক কৃষি, শিক্ষা, বিভিন্ন ভাতা, রাস্তাঘাট সংস্কার, বাজার মনিটরিংসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরে কর্মকর্তাদের বক্তব্য শোনেন। সুশাসনের মাধ্যমে জনগণের উন্নয়ন করার জন্য কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।
মতবিনিময় সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তওসিফ আহমদ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জয়নাল আবেদীনসহ ওসমানীনগর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।