হবিগঞ্জ ও সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুসহ দু’জনের মৃত্যু

5

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশু ও সুনামগঞ্জের ধর্মপাশায় নদীতে গোসল করতে গিয়ে এক গৃহবধূর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ও বিকেলে পৃথকভাবে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে আলিফ বাহার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামে রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শিশু আলিফ ওই এলাকার শাহজাহান বাহারের একমাত্র ছেলে।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে খেলতে গিয়েছিল শিশু আলিফ। কিছুক্ষণ চোখের সামনে ওই শিশুকে না দেখতে পেয়ে খুঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। তিনি বলেন, পরে তাদের বাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বাবা ও আত্মীয়-স্বজনরা। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে বিকেল সাড়ে ৩ টার দিকে পারিবারিক কবরস্থানে শিশু আলিফকে দাফন করা হয়েছে।
সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশায় নদীতে গোসল করতে গিয়ে কল্পনা আক্তার (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ২টার দিকে পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। কল্পনা ওই ইউনিয়নের বালিজুড়ী গ্রামের জমির আলীর স্ত্রী।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কল্পনা আক্তার রবিবার বেলা ২টার দিকে বাড়ির পশ্চিমে থাকা বারিয়া নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ওইদিন বেলা আড়াইটার দিকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আবেদন করায়, ময়না তদন্ত ছাড়াই লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।