স্টাফ রিপোর্টার :
ওলিকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) এর অন্যতম সফর সঙ্গী হযরত গায়বী শাহ্ (র:)’র বার্ষিক ওরস মোবারক সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার আখেরী মোনাজাত ও নেওয়াজ বিতরণের মধ্যদিয়ে সম্পন্ন হলো দু’দিন ব্যাপী এই ওরস মোবারক। ওরসকে কেন্দ্র করে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত আশেকানরা মাজারে ছুটে আসেন এবং তারা জিয়ারত, জিকির আসকার ও নফল ইবাদত করেন। রাতব্যাপী ফকিরি ও ভক্তিমূলক গান অনুষ্ঠিত হয়। ওরসকে কেন্দ্র করে মাজার ও এর আশপাশ এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মেলা এবং নাগরদুলা ছিলো মেলায় শিশুদের অন্যরকম এক আনন্দ। এদিকে ওরস মোবারকে রাতব্যাপী শিল্পীরা গান পরিবেশন করেন। শিল্পীরা হলেন, বিরহি কালা মিয়া, লাল মিয়া, বাউল আলা উদ্দিন, শিল্পী দেওয়ান, হাবিবা ঝুমু, মৌমিতা জান্নাত মৌ, আকরাম, মিনারা বেগম, রাজা মিয়া, সুভাগ্য দেবী, বিউটি ও মুনিবুর রহমান সরকারসহ আরো অনেকে।
ওরস মোবারক ২রা ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ গত বুধবার বাদ ফজর অনুষ্ঠিত হয়েছে খতমে কোরআন, সকাল ১১টায় অনুষ্ঠিত হয় মিলাদ-দোয়া, সকাল সাড়ে ১১ টায় মাজারে ছড়ানো গিলাফ, দুপুর ১২ টায় গরু জবাই অনুষ্ঠিত হয়েছে। বাদ এশা জিকির আসকার এবং ৩রা ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোর ৫ টায় আখেরী মোনাজাত ও নেওয়াজ বিতরণ সম্পন্ন হয়েছে। আখেরী মোনাজাতে বিশ^ মুসলিম উম্মাহর অব্যাহত সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এদিকে ওরসে সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাজার কমিটি।