মালদ্বীপে আটকা পড়া ৭১ জনকে ফিরিয়ে আনা হয়েছে

7

কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া ৭১ মালদ্বীপের নাগরিকদের নিজ দেশে নিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে সোমবার তারা ঢাকা ত্যাগ করেন। একই বিমানে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের করোনার চিকিৎসা দেয়ার জন্য সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের মেডিকেল টিম মালদ্বীপে যায়।
এ সময় সহকারী বিমান বাহিনীর প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার এবং বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত মিজ আইশাথ শানশাকির উপস্থিত ছিলেন।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
১৫ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্ব দেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এনামুল হক। মিশন সম্পন্ন করতে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতপ্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সশস্ত্র বাহিনী। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সরকারের পক্ষ হতে বন্ধুত্বের নিদর্শনস্বরুপ এই মালদ্বীপের এই নাগরিকদের পাঠানো হলো।
এসব নাগরিক করোনা পরিস্থিতির কারণে নিজ দেশ মালদ্বীপে ফিরতে পারছিল না।
দেশে পাঠানোর আগে বিমান বাহিনীর পরিবহন বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও চাঁদপুর থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে ঢাকায় আনা হয়। ৭১জন মালদ্বীপের অধিবাসীর মধ্যে ১৮জন নেপালে ছিলেন।
বিশ্বব্যাপী এই দুর্যোগে একে অপরের সহযোগিতায় মালদ্বীপের অধিবাসীদেরকে নিজ দেশে পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশ ভ্রাতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।