একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট জেলা ২৩ দলীয় জোটের সদস্য সচিব এবং সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ। গতকাল মঙ্গলবার বেলা ২ টায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় মাওলানা লোকমান আহমদ বলেন, সিলেট-৩ আসনের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চাই। অতীতে জনপ্রতিনিধি থাকাকালে এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করার সুযোগ হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সত্যিকারের সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ।
মনোনয়ন ফরম সংগ্রহকালে মাওলানা লোকমান আহমদের সাথে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ড. নুরুল ইসলাম বাবুল, জেলা দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টর আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম খান, সেক্রেটারী রেহান উদ্দিন রায়হান, দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা ফারুক আহমদ, নায়েবে আমীর মামুন খান, রেহান আহমদ হারিছ, মোগলাবাজার থানা জামায়াতের আমীর সাব্বির আহমদ, সেক্রেটারী নজমুল ইসলাম, জামায়াত নেতা কামরুজ্জামান খান ফয়ছল, হাফিজ মোজাম্মিল আলী, আবু হানিফ, আশিকুর রহমান টিপু মেম্বার, ফজলুর রহমান আজাদ, আব্দুল কাইয়ুম, ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, নায়েবে আমীর জিয়াউল ইসলাম তুলা, সেক্রেটারী হাবিবুর রহমান লিপন ও এসিসট্যান্ট সেক্রেটারী ফখরুল ইসলাম, জামায়াত নেতা এমরান আহমদ চৌধুরী, রুকনুজ্জামান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট রহমত আলী, সাবেক চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম, জামায়াত নেতা জুলেখ আহমদ এলাইছ মিয়া, দিলোয়ার আল হোসাইন, জিল্লুল হক চৌধুরী, শফিকুর রহমান, ফয়সল আহমদ, এমরান আহমদ রুমান, দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী সমিতির সেক্রেটারী জামাল আহমদ, কামুশনা জামে মসজিদের মোতাওয়াল্লী মোজাহিদুল ইসলাম, বরইকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার শরিফ আহমদ, শ্রমিক নেতা ফকরুল ইসলাম, জুলহাস হোসেন বাদল, মামুনুর রশীদ মামুন, ব্যাবসায়ী অভিনয় কাপালী, নিতাই কাপালী, রিপন কর, সবুজ আহমদ ও আবিদুল ইসলাম আরিফ, হোটেল ব্যাবসায়ী মালেক আহমদ, সাহেদ আহমদ, যুবনেতা হেলাল সওদাগর, হোসেন আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানার সেক্রেটারী জমির হোসেন, আবুল হাসনাত, গুলজার আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা পশ্চিমের সেক্রেটারী আব্দুর রহমান সায়মন, অফিস সম্পাদক আব্দুর রশীদ দুদু, মিডিয়া সম্পাদক সারোয়ারুজ্জামান চৌধুরী, শিবির নেতা রাসেল আহমদ, হাফিজ ইউসুফ নিজামী, আক্তারুজ্জামান, সাফি, আবু আহমদ নোমানী প্রমুখ। বিজ্ঞপ্তি