কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, শিক্ষকরাই পারেন দেশকে এগিয়ে নিয়ে যেতে। সমাজের মঙ্গলে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর। শিক্ষাই জাতির মেরুদ-, আর আমাদের ছেলে-মেয়েদের প্রকৃত শিক্ষা প্রদান করে থাকেন শিক্ষকরা। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। শিশুদের দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে হলে চাই দক্ষ শিক্ষক। একমাত্র মেধাবীরাই পারে এই কোমলমতি শিশুদের দক্ষ জাতি গঠনের স্বপ্ন দেখাতে। প্রাথমিক শিক্ষা মজবুত না হলে মাধ্যমিক, কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা সফল হবে না। প্রাথমিক শিক্ষাকে মজবুত করতে হবে। এ জন্য প্রয়োজন মেধাবী, যোগ্যতাসম্পন্ন ও দক্ষ শিক্ষক।
তিনি বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত গোয়াইনঘাট উপজেলায় নবনিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মন্ত্রী ইমরান আহমদ আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছেন শিশুর দ্বিতীয় মা-বাবা। একজন মা বাবা তার সন্তানকে মানুষ করে গড়ে তোলার জন্য সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে নিয়ে আসেন। শিক্ষকরাই পারেন একটি জাতিকে শিক্ষিত ও উন্নত করে গড়ে তুলতে। সকল শিক্ষকদের সময়মত স্কুলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষকরা সময়মত উপস্থিত হলে শিক্ষার্থীরাও সময়মত স্কুলে উপস্থিত হয়। দেশ ও জাতি আপনাকে যা দিচ্ছে, আপনি তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। গ্রামকে শহর বানানোর স্বপ্ন প্রথমে শেখ হাসিনাই দেখেছে এবং তা বাস্তবায়ন হচ্ছে। শিক্ষা ক্ষেত্রসহ দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে পূণরায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিকল্প কিছু হতে পারে না।
উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার প্রমুখ।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান,
পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই নব নিয়োগ প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর অনুভূতি প্রকাশ করেন শিয়ালার হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়সাল আহমদ ও রানিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তনুকা ভদ্র পলি।
একই দিন দুপুরে গোয়াইনঘাট উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা এবং বিকেল ৩ টায় পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ও সন্ধ্যা ছয়টায় গোয়াইনঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।