সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী শারদীয় দুর্গোৎসব শেষে সনাতন ধর্মাবলম্বী বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার, দুপুর ১২টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী বিএনপি নেতারা নাছির চৌধুরী শুভেচ্ছা জানিয়ে বলেন, লিডার একটু অপেক্ষা করেন ১৯৯৬ সালে দিরাই-শাল্লার হিন্দু-মুসলিম ভোটারা যে ভাবে আপনাকে এমপি নির্বাচিত করেছিলো আবার সেই ভোট বিপ্লবের মাধ্যমে আপনাকে দিরাই-শাল্লা থেকে এমপি নির্বাচিত করা হবে।
মতবিনিম সভায় নাছির উদ্দীন চৌধুরী সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব শেষ করতে পারায় সনাতন ধর্মাবলম্বী বিএনপি নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, আমার ছাত্রজীবন হতে আজকের দিন পর্যন্ত, আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থেকে সেবা করার। সেই সুযোগও দিরাই-শাল্লার মানুষ আমাকে দিয়েছে বারবার। আমি আপনাদের ভোটেই দুবার উপজেলার চেয়ারম্যান ও সংসদ সদস্য হয়েছি। আপনারা আমাকে যে ভালবাসা দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। কিন্তু দুঃখের বিষয়, এই অবৈধ সরকারের আমলে, হিন্দু মুসলমান, বৌদ্ধ ও খিষ্ট্রান কোন ধর্মের মানুষই আজ নিরাপদ নয়। আপনারা দেখছেন, কিভাবে রামুর মন্দিরে হামলা হয়েছে, কিভাবে বিৎজিতকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ থেকে পরিতান পেতে হলে, আমাদের সবাইকে একযোগে ঐক্যবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধম্য সকল অপকর্মের জবাব দিতে হবে।
উপজেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য বাবু নিবারন চন্দ্র দাসের সভাপত্বিতে ও করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পংকজ দাসের পরিচালনায় অন্যনদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, উপদেষ্টা মন্ডলীর সদস্য চন্দন চৌধুরী, রতিকান্ত দাস, হরিমন দাস, দিরাই উপজেলা বিএপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার, উপজেরা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা বিএনপির নেতা যিশু দাস, প্রনয় দাস, অনীল তালুকদার, পীষুস দাস, নিশিকান্ত দাস, মলয় তালুকদার, রাজীব চৌধুরী, বাবুল তালুকদার, রতিন্দ্র দাস,অনন্ত মল্লিক, মনীন্দ বৈষ্ণব, সত্যন্দ্র কুমার দাস, প্রভাংশু চৌধুরী, দিরাই উপজেলা চাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া প্রমুখ।