আল-হামরায় জামায়াত-শিবিরের গোপন বৈঠকে পুলিশের হানা, ১৫ নেতাকর্মী গ্রেফতার

24

DSC_0362স্টাফ রিপোর্টার :
নগরীর জিন্দাবাজারের আল-হামরার হামাদান রেস্টুরেন্টে জামায়াত-শিবিরের গোপন বৈঠকে পুলিশ হানা দিয়ে ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতনেতা ওয়াবাদুল হক শাহিনসহ ১৫ জন রয়েছেন। অপর গ্রেফতারকৃতরা হচ্ছেন- আবু বক্কর সিদ্দিক (৪৩), মোঃ বিন মামুন বুলবুল (২৪), মোঃ আলী মুনসুর (২১), মোঃ আশিকুল ইসলাম (২০), মোঃ উজ্জল হোসেন (২৮), মোঃ দেলওয়ার হোসেন (২২), মোঃ আলা উদ্দিন (২৭), মোঃ ফারুক আহমদ (৩০), মোস্তাক আহমদ (২৬) ও সেলিম উদ্দিন (২৭)। তৎক্ষণিকভাবে অপর গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, গতকাল রাত সোয়া ৯টার দিকে আল-হামরার ৬ষ্ঠ তলায় হামাদান রেষ্টুরেন্টে জামায়াত-শিবির গোপন বৈঠক করে। এমন সংবাদ পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল সেখানে হানা দেয়। এ সময় তাদের বৈঠক পন্ড হয়ে যায়। তখন পুলিশ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শিরা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েক জন পথচারী ও মার্কেটের কিছু কর্মচারীকে ধরে নিয়ে গেছে পুলিশ।
কোতোয়ালী থানার এসআই শাহ মোঃ মোবাশ্বির জানান, গতকাল রাতে আল-হামরার হামাদান রেস্টুরেন্টে জামায়াত-শিবিরের নাশকতার প্রস্তুতিমূলক গোপন বৈঠক করছিল। গোপনে সেখানে  ওৎ পেতে ১৫ জন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এখন তাদের যাচাই-বাচায় করে জামায়া-শিবির ছাড়া বাকিদের ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।