মজনু মিয়া

12

সরষে ফুল :

হলুদ রঙের ফুল
চিনতে হয় না ভুল
পৌষ, মাঘে পায়,
দেখতে যেমন ভালো
চোখ ভরে যায়।

ফুলের মধুর আশে
ভ্রমর ইলিরা আসে
মৌমাছির মন,
সরষে খেতেই থাকে
পড়ে সারাক্ষণ।

তেল হয় মধু পাই
সরষে ও ফুল হতে,
লাভবান এ ফসল
বুনুন নিজের খেতে।