সামসুন নাহার

11

যার ইশারায় দেখি ভুবন :

যার ইশারায় দেখি ভুবন
তারে স্মরণ করোরে মন।।

রাতে নামায় আন্ধা কালো
চন্দ্র সেথায় ছড়ায় আলো
খুঁটি বিনে দাঁড়ানো গনন
তারে কেমনে ভুলেরে মন।।

ঊষা হাসে আকাশ জুড়ে
পানি উঠায় পাতাল ফুঁড়ে
রঙিন ফুলে ভরায় কানন
অন্তর দিয়ে দেখরে মন।।

পশুপাখি, মাছ, অপূর্ব ধরা
দিয়েছে ফসল মাঠ ভরা
পাহাড় সাগর ঝর্ণা প্লাবন
যা সৃষ্টি নিয়ে ভাবরে মন।।

তৃষ্ণা নিবারণে দিল জল
গাছে গাছে সুস্বাদু ফল
বুক জুড়ানো দিয়েছে ধন
সবই তোমার জন্যরে মন।।

বুকের ভেতর দিলো বায়ু
যখন ইচ্ছে কাড়বে আয়ু
আপন থাকবেনা জীবন
তারে স্মরণ করোরে মন।।