চাকুরীর দাবিতে কমলগঞ্জে চা বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে বিক্ষোভ প্রদর্শন

23

পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জে আলীনগর চা বাগানে চা শ্রমিকদের শিক্ষিত সন্তানরা চাকুরীর দাবিতে বছর খানেক আগে বাগান ব্যবস্থাপকের কাছে আবেদন করেছিল। দীর্ঘ এক বছরেও তাদের চাকুরীল বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় বিক্ষুব্ধ চা শ্রমিক সন্তানরা আলীনগর চা বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
আলীনগর চা বাগান চা ছাত্র যুব পরিষদের সদস্য সচিব তানভীর বক্তব্যে বলেন, চা শ্রমিক সন্তানরা আজ লেখাপড়া করে চাকুরী করার মত যোগ্যতা অর্জন করেছে। তারা চায় নিজেদের চা বাগানে কর্মচারী হিসাবে বিভিন্ন পদে নিয়োগ পেতে চায়। সেই লক্ষ্যে আলীনগর চা বাগান ব্যবস্থাপকের সাথে কথা বলেই এক বছর আগে তারা আবেদন করেছিল। ব্যবস্থাপক ডানকান ব্রাদার্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করছেন বলে কালক্ষেপণ করেন। বৃহস্পতিবারও আবার বাগান ব্যবস্থাপক খুরশেদ আলমের সাথে দেখা করলেও তিনি নানা অজুহাত দেখিয়ে আরও সময় চান। ফলে শুক্রবার সকালে বিক্ষুব্ধ চা শ্রমকি সন্তানরা সকাল ৮টায় ব্যবস্থাপকের বাংলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
আলীনগর চা বাগান চা ছাত্র যুব পরিষদের আহ্বায়ক সজল কৈরী, সদস্য সুরত কৈরী বলেন, চা বাগান ব্যবস্থাপক নানা অজুহাতে টাল বাহানা করছেন। আর তাই এখন চা শ্রমিক সন্তান শিক্ষিত যুবকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। ফলে এ বিক্ষোভ প্রদর্শন। তারা দাবি করেন উপজেলা বা জেলা প্রশাসনের উদ্যোগে বিষয়টি দেখতে হবে। অন্যথায় আগামীতে আরও বড় আন্দোলন করা হবে।
চা শ্রমিক সন্তানদের বিক্ষোভ প্রদর্শনের সময় সংহতি প্রকাশ করে আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্র বক্তব্য প্রদান করেন। তিনিও বলেন চা বাগানের শিক্ষিত যুবকদের এ দাবি মেনে নেওয়া উচিত।
বিক্ষাভ সম্পর্কে আলীনগর চা বাগানের ব্যবস্থাপকের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এমনকি চা বাগান ব্যবস্থাপনার পক্ষেও কেউ কথা বলতে রাজি হননি।