সিলেটে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

10

সিলেটে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রবিবার ১ জানুয়ারী সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে সিলেট মাজার গেইট সংলগ্ন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল রুমে আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে এক বিশাল র‌্যালী বের করা হয়।
র‌্যালীতে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সামনে থেকে র‌্যালীটি বের হয়ে নগরীর ক্বীন ব্রিজ সংলগ্ন কোর্ট পয়েন্টের পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ থেকে ৩৭ বছর আগে এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কথা চিন্তা করে পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন। পল্লীবন্ধু আমৃত্যু দেশের জনগণের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষ আজো পল্লীবন্ধুর উন্নয়নের কথা স্বীকার করে সিলেটের উন্নয়নে ও হুসাইন মুহাম্মদ এরশাদের অবদান ছিল অবিস্মরণীয় বলে আখ্যা দেন। বক্তারা আরো বলেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে শুরু করে শাহজালাল সেতুসহ সিলেটে বড়বড় অনেকগুলো উন্নয়ন কর্মকান্ড হয়েছিল এরশাদ সরকারের আমলে। তাই পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের রেখে যাওয়া কাজ বাস্তবায়নই হবে প্রতিষ্ঠা বার্ষিকীর মূলমন্ত্র। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী এহিয়া, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ সাব্বির আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুল্লাহ খালেদ, এম. আলী গ্রুপের পরিচালক ও সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ আলী হোসেন সরকার, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সফর আলী ও সদস্য সচিব আফিজ মোল্লা, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সুফি আহমদ, সদস্য সচিব আমিরুল ইসলাম, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মামুন, সদস্য সচিব কামরুজ্জামান কাজল, সিলেট সদর উপজেলার আহ্বায়ক আতিকুর রহমান আতিক ও সদস্য সচিব সাজ্জাদ মিয়া, কানাইঘাট পৌরসভার আহ্বায়ক আব্দুর রহিম, গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক জামাল আহমদ ও সদস্য সচিব আতিকুর রহমান, জাপা নেতা এস এ মালেক, আবু বকর পাখি, দিলোয়ার হোসেন দিলু ও সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি