কাজিরবাজার ডেস্ক :
সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা আনতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। আজ শুক্রবার ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি দিয়েছে দলগুলো।
যুগপৎ আন্দোলন সমন্বয়ে বিএনপি লিয়াজোঁ কমিটি গঠন করেছে। কমিটির নেতাদের দুইভাগ করে সমমনা দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারের পদত্যাগ ও তত্ত¡াবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে ঢাকার পাশাপাশি রংপুরেও গণমিছিলের কর্মসূচি রয়েছে। এরআগে ২৪ ডিসেম্বর সারা দেশে এ কর্মসূচি পালিত হয়।
বিএনপি সূত্রে জানা গেছে, সাত সদস্যের লিয়াজোঁ কমিটির মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টুকে এলডিপি, ১২ দলীয় জোট ও ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গণতন্ত্র মঞ্চ ও বাম দলের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব দেওয়া হয়। এছাড়া জামায়াতে ইসলামীর সঙ্গে সমন্বয়ের জন্য বিলুপ্ত ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডি সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহŸায়ক রাশেদ খান উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, যুগপৎ আন্দোলের ভিত্তি হিসাবে একটা যৌথ ঘোষণার ব্যাপারে আমরা আলোচনা করেছি। খুব দ্রæত এটা চ‚ড়ান্ত করে সামনের যুগপৎ আন্দোলন এগিয়ে নেওয়া হবে। ৩০ ডিসেম্বর যার যার অবস্থান থেকে পালন করা হবে কর্মসূচি। পরবর্তী কর্মসূচিও সেখান থেকে ঘোষণা হবে।
এদিকে প্রায় একই সময়ে এলডিপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেওয়ামূল বশির উপস্থিত ছিলেন।