স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় লালাবাজারে রাজমহলে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও সিলেট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল খাদ্যদ্রব্য রাখা ও বিক্রির দায়ে রাজমহলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি জানান র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি ওবাইন। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর সিনিয়র এএসপি ওবাইন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। জরিমানাকৃত অর্থ পরে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানায় র্যাব।