কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন

11

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্করের পিতা এলাকার প্রবীন পঞ্চায়েত মুরব্বী গোয়ালজুর গ্রাম নিবাসী হাজী আব্দুল জলিলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা আড়াইটায় স্থানীয় জঙ্গলা বাজার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে কয়েক হাজার মানুষ শরীক হন। পরে গ্রামের গোরস্থানে হাজী আব্দুল জলিলকে সমাহিত করা হয়। জানাযার নামাজে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের সদস্য আলহাজ¦ মোস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, বর্তমান সভাপতি মামুন রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, সিলেট বারের বিশিষ্ট আইনজীবী আব্দুস সাত্তার, দীঘিরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সদর ইউপির চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা সামছুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত যে, বার্ধক্যজনিত কারণে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে জৈন্তিয়া ১৭ পরগনার সালিশ ব্যক্তিত্ব কানাইঘাটের গাছবাড়ী এলাকার প্রবীণ মুরব্বী হাজী আব্দুল জলিল ৯০ বছর বয়সে মারা যান। এদিকে ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্করের পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী আব্দুল জলিলের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।