মাগো আমার মন বসে না :
মাগো আমার মন বসে না পাঠশালার ঐ পাঠে,
মন ছুটে যায় সবুজ-শ্যামল ধান কাউনের মাঠে।
গাছ-গাছালি তরুলতার শীতল ছায়ার আড়ে,
সাদা সাদা কাশফুলের ঐ ভৈরব নদীর পাড়ে।
ইচ্ছে করে বানের জলে ভাসায় কলার ভেলা,
খেলার ছলে নদীর বুকে কাটিয়ে দিই বেলা।
স্বপ্ন ঘুড়ির পাখায় চড়ে দেশ-বিদেশে ঘুরি,
পাখির মত ডানা মেলে নীল আকাশে উড়ি।
বিলে-ঝিলে রাশি রাশি শাপলা হয়ে ফুটি,
মৌ-পাপিয়ার মতো করে ফুলের মধু লুটি।
বাউল বেশে সুরকে ধরি সবুজ বনের বাঁকে,
কোকিল হয়ে লুকিয়ে থাকি সবুজ পাতার ফাঁকে।