১৫৪ তুর্কি নাগরিক ঢাকা ছাড়লেন

7

কাজিরবাজার ডেস্ক :
করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে এবার ঢাকা ছেড়েছেন ১৫৪ তুর্কি নাগরিক।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ (চার্টার্ড) ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা।
সূত্র জানায়, বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় তুরস্ক নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়েছে। তাদের ফেরাতে তুরস্ক উদ্যোগ নিলে তাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করে।
সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ টার্কিশ এয়ারলাইন্সকে এই ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।
এর আগে তুরস্ক থেকে ২০ বাংলাদেশি নাগরিককে নিয়ে ঢাকায় আসে টার্কিশ এয়ারলাইন্সের ওই প্লেনটি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ওই ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান বলেন, তুরস্কের ১৫৪ জন নাগরিক টার্কিশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরে গেছেন।
এর আগে সাম্প্রতিক বিভিন্ন সময়ে কানাডা, আমেরিকা, ব্রিটেন, মালয়েশিয়া, ভুটান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেয় বাংলাদেশ থেকে।