ওসমানীনগর থেকে সংবাদদাতা :
দেশ বিদেশের কমিউনিটির সার্বিক সামাজিক প্রেক্ষাপটের উন্নয়নে কাজ করে যাওয়া জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল লন্ডন বাংলা নিউজ ডট নেটের উদ্যোগে গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপি সিলেটের ওসমানীনগরে একটি অভিজাত রেস্টুরেন্ট আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠান পরবর্তী সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা নিউজ ডট নেটের সম্পদক মির্জা আসহাব বেগ।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির সাবেক উপ-মহাপরিচালক হীরা পারভেজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সারদিন রোধে পুরে ঘামে ভিজে সমাজের অপরাধ নির্মূলে লড়াই করেন। ঝুঁকি থাকা সত্ত্বেও সাংবাদিকদের তথ্য নির্ভর সংবাদে আমরা পিছনের সত্যটা জানতে পারি। অন্যায় অবিচারের বিরুদ্ধে সাধারণ জনগণ সোচ্চার হন। সাংবাদিকদের কলম যেমন অপরাধের বিরুদ্ধে কাজ করে তেমনি মানুষকে ভালো কাজেও উৎসাহী করে। সাংবাদিকরা যেমন সমাজে ভালো কাজ করেন তেমনি গুণীজনরাও সমাজে বিশেষ অবদান রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আবুল লেইছ, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাইন উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা‘র বাংলাদেশের প্রতিনিধি মোঃ মখন মিয়া, শিক্ষানুরাগী ইয়াওর খাঁন, ডা: আজমল খাঁন।ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জল ধর, ইরশাদ আলী শপিং সিটির চেয়ারম্যান মনজুর আহমদ মন্জু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি উজ¦ল দাশ, সাবেক সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আহমদ, সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদেক, ওসমানীনগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লিলুর রহমান পংকি, ইউপি সদস্য সামসুল ইসলাম শামীম, কলারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাইখুল ইসলাম সায়েক, লন্ডন বাংলা ডট নেট পাঠক ফোরাম ওসমানীনগর শাখার সভাপতি অপু আহমদ, লন্ডন বাংলা ডট নেটের বিশ^নাথ প্রতিনিধি মোঃ আবুল কাশেম, স্টাফ রিপোর্টার অন্তরা চক্রবর্তী, ঝর্না বেগম, জিতু আহমদ প্রমুখ।