শহরতলীতে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে ৫ জন আহত

4

স্টাফ রিপোর্টার :
শহরতলীতে সিএনজিচালিত অটোরিক্সা ও ট্রাক ত্রিমূখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল আড়াই টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের আউশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১০ জন গুরুতর আহত হন।
আহতরা হচ্ছে, বিশ্বনাথ থানার মির্জারগাঁও গ্রামের মৃত রুপা মিয়ার পুত্র সিএনজি অটোরিক্সার চালক হাসিম উদ্দিন (৪০), একই থানার আমতৈল গ্রামের আব্দুর রহিমের স্ত্রী হাজেরা বেগম (৪০), তার ছেলে ইউনুছ আলী (১০), কাজিরগাঁও গ্রামের মৃত মাহমুদুর রহমানের পুত্র কামরুজ্জামান জুয়েল (৩৫), জকিগঞ্জ থানার সোনাশাহ গ্রামের মখলিছুর রহমানের পুত্র সায়েম (১৭), দক্ষিণ সুরমা থানার দারিপাড়ার হাসান আলীর পুত্র মাসুদ আলী (৩৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার নাদামপুর গ্রামের মতচ্ছির আলীর কন্যা তানিবা আক্তার তানিয়া (১৮)। অপর ৩ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে দুটি সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা দুটি দুমড়ে-মুছড়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা।