জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
“আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ২২ অক্টোবর শনিবার বিকেলে নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌর পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না ও প্রধান বক্তার বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান। নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মোঃ জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সামাজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শায়েখ আহমদ, যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন আনহার ও জয়নুল হক জয় প্রমুখ।
এতে অটোরিক্সা শ্রমিক সমিতির সভাপতি মোঃ শফিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া, যুবনেতা আশরাফুল জামান বাদশা, ফেয়ার ফেইস জগন্নাথপুর এর সভাপতি সাইফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর প্রকাশনা সম্পাদক শাহ শাকিল আহমদ, সদস্য আলাউর রহমান, শামিনুর রহমান, আক্তার মিয়া, নাঈম আহমদ, শাহিনুর রহমান, ফয়সল আহমদ, ইকবাল হোসেন, আবু আশফাক জামী, মারজান আহমেদ, শামীম আহমদ, সোয়েব আহমদ, ফারহান আহমদ, রাহিম আহমদ ও মেহরাজ হোসেন, রেজুয়ান আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গ্রহণ করেন।