যৌক্তিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণের দাবী উপশহর ভ্রাতঃভ্রমণ ক্লাবের

2

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অসহনীয় হোল্ডিং ট্যাক্স নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে শাহজালাল উপশহর ভ্রাতঃভ্রমণ ক্লাব। গত শনিবার নগরীর একটি হোটেলে ক্লাবের এক জরুরি প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নতুন করে নির্ধারিত হোল্ডিং ট্যাক্স নাগরিকদের তীব্রভাবে ক্ষুব্ধ করেছে। এত উচ্চহারে ট্যাক্স প্রদান কারো পক্ষে সম্ভব নয়। অবিলম্বে অযৌক্তিক ট্যাক্স প্রত্যাহার করে বাস্তবতার আলোকে যৌক্তিক ট্যাক্স নির্ধারণের সিটি মেয়রের প্রতি আহবান জানান।
শাহজালাল উপশহর ভ্রাতঃ ভ্রমণ ক্লাবের সভাপতি প্রফেসর আব্দুল ওয়াহিদেও সভাপতিত্বে ও সেক্রেটারি হেলাল উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রফেসর আব্দুস সোবহান, আলহাজ সাদ উদ্দিন, ফয়জুল লাইস, সাবেক ব্যাংকার আবুল আহমদ, ইঞ্জিনিয়ার মাহমুদুর রশিদ মাছরুর, মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা আব্দুল মুকিত লস্কর প্রমুখ। সভা শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি