মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জের জগন্নাথপুরে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। জমিতে বাম্পার ফলন দেখে কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন হাওরে অল্প সংখ্যক জমিতে ধান কাটা শুরু হয়। আগামী নভেম্বরে পুরোদমে ধান কাটার ধুম পড়বে।
১৯ অক্টোবর বুধবার উপজেলার মিরপুর ইউনিয়নের হাপাতিয়া হাওরে কৃষকরা মনের আনন্দে ধান কাটতে দেখা যায়। এ সময় ধান কাটতে আসা কৃষক ও শ্রমিকরা জানান, অন্য বছরের তুলনায় এবার ভালো ফলন হয়েছে। কারণ হিসেবে তারা বলেন, এবার নিয়মিত বৃষ্টিপাত হওয়ায় জমিতে বাম্পার ফলন হয়েছে। তাই জমিতে বেশি ফলন পেয়ে তারা বেজায় খুশি হন।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার জানান, এবার জগন্নাথপুর উপজেলায় রোপা আমন আবাদে সরকারি লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৪৫০ হেক্টর জমি। তবে আমাদের পরামর্শ ও সরকারি বিভিন্ন উপ-করণ সহায়তা পেয়ে কৃষক ভাইয়েরা এবার জমি আবাদে ঝাঁপিয়ে পড়েন। যে কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৯ হাজার ৫৫০ হেক্টর জমি। এবার প্রকৃতি অনুকূলে থাকায় জমিতে বাম্পার ফলন হয়েছে। সরকারি উৎপাদন লক্ষ্যমাত্রা হচ্ছে ২৮ হাজার মেট্রিকটন ধান। আশা করছি, এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অধিক ফসল কৃষকদের গোলায় উঠবে। এর মধ্যে গত প্রায় এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন হাওরে অল্পঅল্প জমিতে ধান কাটা শুরু হয়েছে। পুরোদমে ধান কাটা শুরু হবে আগামী নভেম্বরে।