সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনের ধারাবাহিকতায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনি পুরনো ইতিহাস টেনে বলেন, ৫১ বছর আগে আমরা স্বাধীনতা পেয়েছি। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাড়ে তের বছরে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ তৈরি করা হচ্ছে। শুধু মসজিদ নয় মন্দিরও করা হচ্ছে। এভাবেই উন্নয়ন চলমান রয়েছে। কিন্তু অগ্রযাত্রাকে রুখে দিতে বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে। এই স্বাধীনতা বিরোধী চক্রদের দেশে থাকার অধিকার নাই। তাদেরকে পাকিস্তান প্রেম পেয়েছে। কথায় কথায় পাকিস্তান পাকিস্তান বলে। কিন্তু জননেত্রীর নেতৃত্বে ইতিমধ্যে আমরা পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। আর তারা পাকিস্তান প্রেমে মজে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। সে জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ওয়ার্ডকে সুসংগঠিত করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৮টায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আম্বরখানা চৌকিদেখী শাহপরান প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এইচ এম ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুদের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। তিনি বলেন, মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। ৯টি সাংগঠনিক উপকমিটির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের সহযোগিতায় সম্মেলন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ১১টি ওয়ার্ডের সম্মেলন হয়েছে। যারা যোগ্য তাদেরকেই নির্বাচন করা হয়েছে। এই ওয়ার্ডেও তার ব্যতিক্রম হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা নেতা হিসেবে নয় কর্মী হিসেবে কাজ করছি। নেতা ভিত্তিক দল নয়, কর্মী ভিত্তিক দল গড়তে হবে। তিনি বলেন, কর্মীরা দলের সাথে বেঈমানী করে না। যারা লোভী নেতৃত্ব তারাই দলের সাথে বেঈমানী করে। নেতৃত্ব না পেয়ে বিএনপি-জামায়াতের সাথে আতাত করে এবং বিভিন্নভাবে দলের ক্ষতি করার চেষ্টা করে। তাদেরকে কখনো দলে স্থান দেওয়া হবে না। যারা নিবেদিত কর্মী তাদেরকেই নেতৃত্বে আনা হবে। আপনারা জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন আর জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডাঃ আরমান আহমদ শিপলু, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন,প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, আব্দুল আজিম জুনেল, মোঃ শাহজাহান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সৈয়দ কামাল, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, রকিবুল ইসলাম ঝলক, ইলিয়াস আহমেদ জুয়েল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফয়েজ খান পিয়ারা, সাজোয়ান আহমদ, ইসমাইল মাহমুদ সুজন, সৈয়দ আনোয়ারুস সাদাত, সোয়েব বাসিত, বদরুল ইসলাম বদরু, শফিকুল ইসলাম আলকাছ, মইনুল ইসলাম মঈন, শেখ সোহেল আহমদ কবির সহ ওয়ার্ড আওয়ামী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে ওয়ার্ডের সভাপতি হিসাবে আব্দুল হামিদ এবং সাধারণ সম্পাদক হিসাবে জাহিদুল হোসেন মাসুদ নির্বাচিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি