জিল্লুর রহমান পাটোয়ারী

11

রঙধনু :

খুকি যখন ছবি আঁকে,
রঙধনুটা বেঁকে –
এক এক করে সাতটি রঙ,
তুলিতে দেয় মেখে।
লাল হলুদ আর সাদা কালো,
মন মিশিয়ে আঁকে –
পাশে থাকে মেঘের ছবি,
সূয্যিমামার ফাঁকে।
খয়ের রঙের রঙিন করে,
সবুজটা তাঁর সাথে –
বেগুনি রঙ রাঙিয়ে দিয়ে,
খেলাতে সে মাতে।
টিয়ে রঙের টিয়া পাখিটার,
ঠোঁটটা করে লাল-
রঙধনুটার পাশে থাকা,
আঁকছে ঘরের চাল।