রওশন এরশাদ অনুমোদিত ॥ জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

6

জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি। গত মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ২০২২ এর সদস্য সচিব গোলাম মসিহ অনুমোদিত ২৪ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা সিলেট বিভাগের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।
সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হয়েছেন সিলেট জাতীয় পার্টির সিনিয়র নেতা ইশরাকুল হোসেন শামীম। সদস্য সচিব হয়েছেন মৌলভীবাজারের সিনিয়র নেতা মো. মুহিবুল কাদির চৌধুরী চৌধুরী পিন্টু। যুগ্ম আহবায়করা হচ্ছেন- সিলেট জাপার সিনিয়র নেতা মো. আহসান হাবিব মঈন, মৌলভীবাজার জেলা জাপার সাবেক সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন আহমেদ, দেওয়ান শামীম আফজাল, এডভোকেট আবুল হাসান ও সিলেট জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাশির আহমদ। সম্মেলন প্রস্তুতি কমিটির সিলেট বিভাগীয় সদস্য মুজিবুর রহমান ডালিম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
সদস্যরা হচ্ছেন- সিলেট জাতীয় পার্টির সিনিয়র নেতা এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, মো. ইকবাল হোসেন, তাজ উদ্দিন এপলু, শিউলী আক্তার, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, এডভোকেট এটিএম মান্নান, মো. দুলাল আহমদ, বাবু ডিএল রায়, মো. মুরাদ আহমদ, এডভোকেট সিরাজ উদ্দিন খান, সেলিম আহমদ, রোজিনা আক্তার, প্যানেল চেয়ারম্যান মো. সোহেল আহমদ মিন্টু, মো. এনামুল হক তালুকদার, সাংবাদিক আশরাফ চৌধুরী রাজু ও মো. আব্দুল আহাদ।
জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ জানিয়েছেন- ‘জাতীয় পার্টির কাউন্সিল ২০০২ এর ২৬ শে নভেম্বর সফল করার লক্ষ্যে সিলেট বিভাগের জেলা ও উপজেলা কার্যক্রম পরিচালনার জন্য উপরোক্ত নেতাদের সমন্বয়ে সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে এই কমিটিকে আরো বর্ধিত করা হবে’। জাতীয় পার্টির সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম জানিয়েছেন- ‘জাতীয় পার্টির এরশাদ মুক্তি আন্দোলনে ভূমিকা পালনকারী ও ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ে তাদের কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে সিলেট বিভাগে দলীয় কার্যক্রম বেগবান করতে কমিটি কাজ করবে বলে জানান তিনি। বিজ্ঞপ্তি