সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মো. শফিকুর রহমান চৌধুরী বলেছেন, চতুর্থ শ্রেনি সরকারি কর্মচারী ভাইয়েরা সততা নিষ্ঠায় আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করলে জাতির পিতার স্বপ্ন বস্তবায়িত হবে। চতুর্থ শ্রেনির কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনে শরিক হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার হয়েছিলেন, তাই জাতির পিতার আদর্শ অনুস্মরণ করে কাজ করা আপনাদের দায়িত্ব।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ চতুর্থ শ্রেনি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেট এর উদ্যোগে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজ এর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্পেশাল পিপি এডভোকেট মো. শাহ মোসাহিদ আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সিলেট জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিওমেকহা এর সভাপতি আব্দুল মুনাফ, সাবেক মেডিকেল নেতা মতিউর রহমান, সাবেক জেলা শাখার সভাপতি মো. ইসহাক মিয়া, সিওমেকহা এর সভাপতি আব্দুল জববার, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, জেলা শাখার সহ-সভাপতি মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান লিমন, সিওমেক এর সভাপতি মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব মতিউর রহমান, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শামীম, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. জামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. স্বাধীন মিয়া, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম, বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আব্দুস সালাম, বর্তমান সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি পংকী মিয়া, পোষ্ট অফিস শাখার সাধারণ সম্পাদক ফুকন মিয়া,কর অঞ্চল শাখার সভাপতি মো. আবুল কালাম, সিলেট সদর উপজেলার সভাপতি মো. বাহার মিয়া সাধারণ সম্পাদক মো. সামসুল ইসলাম, সিলেট কালেক্টরেট শাখার সহ-সভাপতি আব্দুল মতিন, নির্বাহী সদস্য আব্দুল আজিজ, অর্থ সম্পাদক কিশোর দাস, প্রচার সম্পাদক জীবন চন্দ্র মালি সহ অন্যান্য সদস্যবৃন্দ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জনাব হাফিজ হোসাইন আহমদ এবং শেষে দোয়া পরিচালনা করেন মুহিবুর রহমান। বিজ্ঞপ্তি