কবিতায় বেঁধেছি তোমায়

8

কাঞ্চন দাশ :

আমি এক কবিতায় তোমায় বেঁধেছি
সারারাত জেগে থেকে কবিতা লিখেছি
ছন্দে ছন্দে গানে গানে সুর গেথেছি।

আমি এক কবিতায় তোমায় বেঁধেছি
কাজল কালো চক্ষে আমি ডুবে মরেছি
লতার মতো কেশে গাঁদা বেধেছি।

আমি এক কবিতায় তোমায় বেঁধেছি
রাস্তার মোড়ে এসে থমকে গিয়েছি
আবার এক নতুন করে পথ গড়েছি।

আমি এক কবিতায় তোমায় বেঁধেছি
চাঁদের আলোয় আমি তোমায় এখেঁছি
নির্জন পাখিদের কলরবে কান পেতেছি।

আমি এক কবিতায় তোমায় বেঁধেছি
রাতের তারার পাশে তোমায় রেখেছি
কাগজের ডাল কেটে ঘর বানিয়েছি।

আমি এক কবিতায় তোমায় বেঁধেছি
পুকুর পাড়ের রাজহাঁসের খেলা দেখেছি
ছন্দ তালে পদ্ম পাতায় চিঠি লিখেছি।

আমি এক কবিতায় তোমায় বেঁধেছি
রাখালের বংশীর মধুর সুর শুনেছি
আকাশ মেঘের গুড়ুগুড়ু শব্দ শুনেছি।

আমি এক কবিতায় তোমায় বেধেছি
বৃষ্টির ফোটায় মনের মত দুজন ভিজেছি
ফোটার সাথে দুজন মিলে ছন্দে নেচেছি।

আমি এক কবিতায় তোমায় বেঁধেছি
রজনিগন্ধা গোলাপ দিয়ে তোমায় সাজিয়েছি
কুঞ্জে কুঞ্জে তোমায় আমি খুঁজে নিয়েছি।