বিয়ানীবাজার শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে – বিভাগীয় কমিশনার

70

বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, ডিজিটালাইজেশনের কারণে পৃথিবী এখন হাতের মুঠোয়। ঘর বসে মুহূর্তের মধ্যে দেশ কিংবা বিদেশের যে কোন খবর পাওয়া যায়। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মাথিউরা ইউনিয়নে ডিজিটাল ছোঁয়া লাগায় সার্বিক ক্ষেত্রে উন্নতি হয়েছে। এ ধারণা নিয়ে অপরাপর ইউনিয়নগুলোতেও তার ব্যবহার করতে হবে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম বলেন, শিক্ষা সাহিত্য সংস্কৃতির দিক থেকে বিয়ানীবাজার গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ সকল অঙ্গনে যেভাবে এগুচ্ছে একদিন বিয়ানীবাজার রোল মডেল হবে। তিনি বলেন, যারা ফুলকে ভালোবাসে তারা খারাপ হতে পারে না। আপনাদের মধ্যেও সৌহার্দ্য, সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন পেয়েছি।
ড. নাজমানারা খানুম আরোও বলেন, রোহিঙ্গাদের প্রতি দরদ রয়েছে। তবে তারা যেনো সরকারের দেওয়া নির্দিষ্ট গ-ির মধ্যে বসবাস করে। তিনি বলেন, সবাই চোখ-কান খোলা রাখবেন। কোথাও রোহিঙ্গা পেলে প্রশাসনকে জানাবেন।
সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুম মিয়ার পরিচালানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, শিক্ষাবিদ আলী আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, মহিলা ভাইস চেয়্যারম্যান রোকশানা বেগম লিমা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামানের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান মো. মামুনুর রশীদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রণজিৎ কুমার আচার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজির উদ্দিন আনসার, সাধারণ সম্পাদক আব্দুল হাসিব জীবন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ জাফরী, চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ আলী, শেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুর উদ্দিন, দুবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, মুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের, মোল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান, লাউতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গৌছ উদ্দিন, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএফএম আবু তাহের, তিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও মো. জাকির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ বাবুল, প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার সুজন’র সাধারণ সম্পাদক খালেদ আহমদ, মুক্তিযোদ্ধা বাবুল আক্তার, ডা. শাহরীয়ার ও ডা. ইসহাক প্রমুখ।