জিল্লুর রহমান পাটোয়ারী

5

পূজার মেলা :

খোকা খুকি সাজ নিয়েছে,
যাচ্ছে পূজার মেলা –
কি আনন্দ ওদের মনে,
দেখবে অনেক খেলা।
সকাল থেকে ব্যস্ত ওরা,
সাজুগুজু নিয়ে –
নতুন নতুন জামা পড়ে,
আলতা পায়ে দিয়ে।
খেলনা কিনবে হরেক রকম,
কিনবে মটরগাড়ি –
মুড়কি মোয়া কিনবে আরো,
ভর্তি করে হাঁড়ি।
খাবে বসে ম-ামিঠাই,
পেটে যত ধরে –
তাই যাচ্ছে পূজার মেলায়,
নতুন জামা পড়ে।