শরৎ রূপ :
ঝকঝকে রোদ সকাল বেলা
পথিক পথে বেশ
আকাশ মাঝে তুলোর মত
সাদা মেঘের রেশ।
খোকাবাবু করছে খেলা
উঠান করে মাঠ
হঠাৎ করেই গুড়ুম গুড়ুম
কাঁপছে ঘরের খাট।
ভয় পেয়ে যায় খোকাবাবু
দূর হয় খেলার সাধ
পথিক সবাই থমকে দাড়ায়
দিন হয়ে যায় রাত।।
বৃষ্টি নেমে আঁধার কাটে
ফুটে সূর্য ফুল
বৃক্ষ লতা চিকচিক করে
বাতাসে খায় দোল