পেঁয়াজের দাম এক সপ্তাহের মধ্যে না কমলে হস্তক্ষেপ করবে হাইকোর্ট

11

কাজিরবাজার ডেস্ক :
পেঁয়াজের অস্বাভাবিক দাম এক সপ্তাহের মধ্যে না কমলে হস্তক্ষেপ করবে হাইকোর্ট। আদালত বলেছে, আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজের মূল্য পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা হস্তক্ষেপ করব। এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে, বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
পেঁয়াজের অস্বাভাবিক দাম এক সপ্তাহের মধ্যে না কমলে হস্তক্ষেপ করবে হাইকোর্ট। রিটের শুনানিকালে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রবিবার এ মন্ত্রব্য করে। এ সময় রিটকারী আইনজীবী তানভীর আহম্মেদ আদালতে ছিলেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। রবিবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কেজি প্রতি ১৫ থেকে ২০ টকা কমেছে। শুক্র শনিবার যেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৬০ থেকে ২৭০ টাকা, সেখানে রবিবার বিক্রি হয়েছে ২৪০ টাকা। দেশী হাইব্রিড পেঁয়াজ বিক্রি হয়েছে ২০০ টাকা, মিসরের পেঁয়াজ ১৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। ঘুরে দেখা গেছে, দেশী ভাল মানের পেঁয়াজ প্রতি কেজি ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। শনিবার যার মূল্য ছিল ২৬০ টাকা। মিসরের বড় সাইজের পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১৮০ টাকায়, শনিবার যা বিক্রি হয়েছে ২০০ টাকা। এক ব্যবসায়ী জানান, রবিবার ভোরে বাজার থেকে প্রতি কেজি ১৮ টাকা কমে পেঁয়াজ কিনতে পেরেছেন। তাই তিনি ২০ টাকা কমে বিক্রি করতে পারছেন। এতে ব্যবসায়ীরা অনেক সন্তুষ্ট। কারণ ৩০-৪০ টাকার পেঁয়াজ এখন বিক্রি করতে হচ্ছে ২৪০ টাকায়। এক ব্যবসায়ী জানান, শনিবারের তুলনায় রবিবার সব ধরনের পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। রবিবার দেশী ভাল পেঁয়াজ বিক্রি হয়েছে ২৩০ টাকায়, যা শনিবার বিক্রি হয়েছিল ২৫০ টাকা। দেশী হাইব্রিড পেঁয়াজ বিক্রি হয়েছে ২শ’ টাকা, শনিবার যা ছিল ২২০ টাকা। পাকিস্তানী প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮০ টাকায়, শনিবার যা ছিল ২০০ টাকা।