মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট বলেছেন, আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। যাকে আপনারা সব সময় সুখ-দুঃখে পাশে পাবেন। অতীতে জেলা পরিষদে লুটপাট হতো। আমি আসার পর তা বন্ধ হয়েছে। আগামীতে জেলা পরিষদকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। তাই উন্নয়নের অংশীদার হতে আসন্ন নির্বাচনে আপনারা আমাকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি নির্বাচিত হলে যে কোন সমস্যায় আমাকে পাশে পাবেন।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নুরুল হুদা মুকুটকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সর্বস্তরের জনতা। মোটরসাইকেল প্রতীকের বিজয় নিশ্চিতের লক্ষে ভোট প্রদান সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সম্মানিত ভোটারগণ। চারদিকে সৃষ্টি হয় মোটরসাইকেল প্রতীকের গণজোয়ার।
রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, সাবেক ইউপি সদস্য মুক্তার মিয়া, মমরাজ হোসেন রাজ, যুবলীগ নেতা রাজিব তালুকদার, রাণীগঞ্জ ইউপি সদস্য নুরুল হক, জাকির হোসেন প্রমুখ।
এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, মানব সম্পদ সম্পাদক সিতেশ তালুকদার মঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, সহ-সভাপতি তানভীর আহমদ, যুগ্ম-সম্পাদক হারুনুর রশীদ, রাণীগঞ্জ ইউপি সদস্য কওছর মিয়া, টিপু সুলতান, তেরা মিয়া, কাওছার মিয়া তালুকদার, আলাই মিয়া, মিলাদ মিয়া, আবদুল জলিল, নারী ইউপি সদস্য সুহেনা বেগম, ইয়ারুন নেছা, কিবরিয়া বেগম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জগন্নাথপুর পৌরসভা, চিলাউড়া-হলদিপুর, সৈয়দপুর-শাহারপাড়া ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদে সম্মানিত ভোটারদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন নুরুল হুদা মুকুট।