সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে হত-দরিদ্র লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস জনিত কারণে দেশের মানুষ গৃহবন্দী। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে গরীব দিনমজুর মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়েছেন চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ।
৭ এপ্রিল মঙ্গলবার সকালে নগরীর দক্ষিণ সুরমার কদমতলী, উপশহর, সোবহানীঘাট, ফুলতলী মাদরাসা এলাকা, ময়না মিয়া মার্কেট, কাজিরবাজার সহ বিভিন্ন স্থানে দরিদ্র কর্মহীন মানুষের মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ইত্যাদি খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়ার নেতৃত্বে পৃথক পৃথক খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিন তালুকদার, সহ সভাপতি হেলাল উদ্দিন মুন্সি, মির্জা হারুনুর রশিদ, মফিজুর রহমান ও এস.এম ফজলে রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটওয়ারী, খোরশেদ আলম ও মোঃ সামুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বিনয় চন্দ্র রায়, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন সাগর, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক তারিফ হোসেন টিপু, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হালিম সরকার, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক মাসুদ কাজী, কার্যকরী সদস্য- চৌধুরী সিফাত, জাহাঙ্গীর হোসেন, ডাঃ ফয়সাল মাহমুদ, নাছির উদ্দিন বেপারী, আলী আশরাফ পাটওয়ারী, ওবায়েদ উল্যা বেপারী, আমানুল ইসলাম ইমন, রাজিব মিয়া, জাকির হোসেন, আবদুস সাত্তার, আব্দুল হালিম তালুকদার, রুনা সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি