মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে অসহায় মানুষের পাশে ২য় দিনের মতো আবারো দাঁড়ালো সিলেট মহানগর যুবলীগ। ৩১ মার্চ মঙ্গলবার বিকেল ২টায় সিলেট নগরীর দর্শন দেউড়িতে প্রায় ১’শ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
এ সময় মহানগর যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এ সময় তিনি বলেন, দেশের এই কঠিন সময়ে যুবলীগের নেতাকর্মীরা হতদরিদ্রদের যে সহায়তা প্রদান করে যাচ্ছেন তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আওয়ামী পরিবারের প্রত্যেক নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এসব অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সহ সিলেট মহানগর যুবলীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, মহানগর যুবলীগের সার্বিক সহযোগিতা ও আর্থিক সহায়তায় আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশাকরি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দিক নির্দেশনায় করোনা ভাইরাস যাতে বিস্তার করতে না পারে সেজন্য অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আপনারা ঘরে থাকুন, আপনাদের খাবার ঘরে ঘরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের। নেতৃবৃন্দ হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি