জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
নিখোঁজ হওয়া জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন তাপাদার শাকিলকে নিখোঁজের চারদিনের মাথায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা এলাকা থেকে মঙ্গলবার ভোর ৬টার দিকে হাত পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সরারইল থানা পুলিশের দাবী। পরে তাকে সরাইল সরকারি হাসপাতালে ভর্তি করে স্থানীয় থানা পুলিশ। গত চারদিন আগে কাউন্সিলর শাকিল বাড়ী ফেরার পথে নিখোঁজ হন। এ ঘটনায় কাউন্সিলরের বড় ভাই নজরুল ইসলাম জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, সরাইল থানার আওতাধীন একটি এলাকা থেকে হাত পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় সেখানকার থানা পুলিশ তাকে উদ্ধার করেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এমন খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই কল্লোল গোম্বামীর নেতৃত্বে একদল পুলিশ সরাইল থানায় গিয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে কাউন্সিলর শাকিলকে সরাইল থেকে জকিগঞ্জে আনা হবে। জকিগঞ্জে আনার পর জানা যাবে কারা তাকে সরাইলে নিয়ে ফেলেছিলো।
এদিকে পৌরসভার কাউন্সিলর ও শহর যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন তাপাদার শাকিলকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
মঙ্গলবার (২ অক্টোবর) রাত সোয়া ১০টায় তাকে ভর্তি করা হয়।