সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

16

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার দুপুরে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সরক্ষিত মহিলা সদস্য পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
চেয়ারম্যান পদে নুরুল হুদা মুকুট মোটরসাইকেল ও খায়রুল কবির রুমেল ঘোড়া প্রতীক পেয়েছেন। আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ডে সেলিনা বেগম পেয়েছেন হরিণ প্রতীক, মোছা তাছমিনা বেগম পেয়েছেন ফুটবল প্রতীক ও আইরিন মাইক প্রতীক বরাদ্দ পেয়েছেন, ২ নং ওয়ার্ডে সুলতানা রাজিয়া হরিণ এবং মোছা খালেদা আক্তার ফুটবল এবং বীনা জয়নাল টেবিলঘড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন, ৩ নং ওয়ার্ডে জুবিলী বেগম মাইক, সানজিদা নাসরীন দিনা ফুটবল ও ফৌজিয়ারা বেগম লাটিম প্রতীক বরাদ্দ পেয়েছেন। ৪ নং ওয়ার্ডে সেলিনা আক্তার ফুটবল ও মোছা নুরুন্নাহার হরিণ প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে চন্দন খান তালা, মো. এনামুল হক বৈদ্যাতিক পাখা, মো. ফেদৌসুর রহমান হাতি প্রতীক পেয়েছেন। ২ নং ওয়ার্ডে আব্দুস সালাম তালা ও পরিতোষ সরকার হাতি প্রতীক বরাদ্দ পেয়েছেন। ৩ নং ওয়ার্ডে মেহেদী হাসান উজ্জ্বল টিউবওয়েল ও মো মুজিবুর রহমান তালা প্রতীক পেয়েছেন। ৪ নং ওয়ার্ডে মো. আক্তারুজ্জামান মিরাশ হাতি, মো. মহিবুর রহমান টিউবওয়েল ও মো. হোসেন আলী তালা প্রতীক পেয়েছেন, ৫ নং ওয়ার্ডে শাহানা আল আজাদ টিউবওয়েল, মো. মিসবাহ উদ্দিন ঘুড়ি ও দ্বিপক তালুকদার তালা প্রতীক বরাদ্দ পেয়েছেন। ৬ নং ওয়ার্ডে মো. নাজমুল হক তালা, আব্দুল্লাহ আল বাকী আজাদ টিউবওয়েল এবং রায়হান মিয়া হাতি প্রতীক পেয়েছেন। ৭ নং ওয়ার্ডে টিকেন্দ্র চন্দ্র দাস বক, ব্রজলাল দাস ঘুড়ি, আব্দুস সাল্মা তালা, বাদল চন্দ্র দাস টিউব ওয়েল প্রতীক এবং মো. জামান চৌধুরী হাতি প্রতীক বরাদ্দ পেয়েছেন, ৮ নং ওয়ার্ডে মাহতাব উল তালুকদার তালা প্রতীক, মো. সিরাজ উদ্দীন ঘড়ি প্রতীক, হারুন মিয়া টিউবওয়েল প্রতীক বরাদ্দ পেয়েছেন। ৯ নং রুকুনুজ্জামান ঘুড়ি, মনিরুজ্জামান বারী টিউবওয়েল প্রতীক পেয়েছেন। ১০ নং ওয়ার্ডে আব্দুল কাদির হাতি এবং মো. মনির উদ্দিন তালা প্রতীক পেয়েছেন। ১১ নং ওয়ার্ডে মো, রফিকুল ইসলাম বক এবং মো. আব্দুল খালেক তালা প্রতীক বরাদ্দ পেয়েছেন এবং ১২ মো. আব্দুস সহিদ মুহিত টিউবওয়েল, সাহেদ মিয়া তালা এবং আব্দুল খয়ের ঘুড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন।