গাপটিলকে ছাড়িয়ে গেলেন রোহিত গড়লেন ছক্কার বিশ্বরেকর্ড

8

স্পোর্টস ডেস্ক :
নাগপুরে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে স্বাগতিক ভারত। এই ম্যাচে ১৫ বলে ৩১ রানের ইনিংসে চারটি ছয় হাঁকান ভারতীয় দলনেতা রোহিত শর্মা। তাতেই ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলকে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ১৭৬টি ছক্কার মালিক রোহিত শর্মা। ১৭২ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। পরের অবস্থান ক্যারিবিয়ান দানব নামে খ্যাত ক্রিস গেইলের। ১২৪টি ছক্কা হাঁকিয়ে তালিকার তিনে রয়েছেন তিনি। এছাড়া সাবেক ইংলিশ দলনেতা ইয়ন মরগান ১২০টি নিয়ে চারে এবং অজি অধিনায়ক ১১৯টি ছক্কা পাঁচ নম্বরে অবস্থান করছেন।
উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে ৮ ওভারে অনুষ্ঠিত হয়েছে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৫ রানে গ্রিন, শূন্যরানে ম্যাক্সওয়েল ও ২ রানে আউট হন টিম ডেভিড। এরপর অ্যারন ফিঞ্চের ৩১ ও ম্যাথু ওয়েডের অপরাজিত ৪৩ রানের ইনিংসে ৯০ রানের পুঁজি পায় অজিরা।
রান তাড়া করতে নেমে রোহিত ছাড়া সুবিধা করতে পারেননি কেউই। মাত্র ২০ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রানের ইনিংসটি খেলেন বিরাট কোহলি। আর ১০ রান করে করেন লোকেশ রাহুল ও দিনেশ কার্তিক।