স্পোর্টস ডেস্ক :
যারা টেনিস বুঝেন কিংবা দেখেন, রজার ফেদেরারের নাম তাদের কাছে খুব পরিচিত। শুধু তাই নয়, অধিকাংশ টেনিসপ্রেমীদের প্রিয় টেনিসারও এই সুইস ভদ্রলোক। এবার নিজের প্রিয় টেনিসে শেষ ম্যাচও খেলে ফেললেন ৪১ বছর বয়সী ফেদেরার। লেভাস কাপের ম্যাচ বিদায় নেওয়ার সময় অঝোরে কাঁদলেন তিনি, একই সঙ্গে কাঁদালেনও।
লেভাস কাপটা যেন টেনিস ইতিহাসে স্মরণীয় হয়েই থাকবে। কেননা এখানে একই দলের হয়ে টেনিস কোর্টে খেলতে নামেন দুই চির-প্রতিদ্বন্দ্বী টেনিস তারকা রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ।
বিদায়ী ম্যাচে জয় পাবেন ২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা টেনিসার- এমনটিই ভেবেছিলো টেনিসপ্রেমী জনগণ। কিন্তু সেটা আর হলো না। লন্ডনের ওটু অ্যারেনায় ক্যারিয়ারের শেষ ম্যাচে টিয়াফো-সক জুটির কাছে ৪-৬, ৭-৬ (৭/২) ও ১১-৯ ব্যবধানে হেরে যান ফেদেরার ও নাদাল জুটি।
অবশ্য এই ম্যাচের ফলাফল হার মেনেছে ফেদেরারের অশ্রুসিক্ত চোখের কাছে। ম্যাচ শেষে বিদায় বেলায় মাইক হাতে বলেন, ‘আমার জন্য সবাই চিৎকার করছে। এটা অনেক বড় পাওয়া। আমি ভালোই করেছি বলে মনে করছি। অন্তত কথা তো বলতে পারছি (কান্নার সুরে)।’
কিছুক্ষণ থমকে থাকার পর ফের চোখের পানি ফেলতে ফেলতে বলেন, ‘ও (স্ত্রী মিরকা ফেদেরার) অনেক আগেই আমাকে থামিয়ে দিতে পারতো। কিন্তু ও সেটা করেনি। আমাকে খেলার জন্য অনুপ্রেরণা দিয়েছে।’
ফেদেরারের বিদায়ের কেঁদেছেন ‘শত্রু’ নাদালও, লুকিয়ে লুকিয়ে চোখের পানি ফেলেছেন নোভাক জোকোভিচও। নাদাল বলেন, ‘সে(রজার) চলে যাচ্ছে। চলে যাচ্ছে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশও।’
আর সার্বিয়ান তারকা জোকোভিচ বলেন, ‘খেলায় তার প্রভাব অবিশ্বাস্য। তার খেলার স্টাইল দেখে মনে হয় যেন কত সহজে খেলছেন। টেনিসের জন্য তিনি যা করেছেন, তা দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।’